ফুলেল আবাদ বন্ধ - Deyalika

লেখা জমা দাও

test banner

Breaking

Tuesday, July 9, 2019

ফুলেল আবাদ বন্ধ

হৃদয়াকাশে ফুল ফোটেনা
শুধুই পচা গন্ধ
নোংরামিতে ভরেছে উঠোন
ফুলেল আবাদ বন্ধ।


হৃদয় মাঝে শুধুই খরা
নরম ছোয়া নেই তো
বিষাদ কেবল বাড়ছে ধিরে 
অনুভূতি সব শূন্য।


ধরেছে পচন মনন গৃহে
পরিনতি তার মৃত্যু
নিষ্ঠুরতার চরম দশায়
সবাই সবার শত্রু।


মানবতার বিসর্জন
সভ্য জাতীর জন্য
হৃদয় আকাশে ফুল ফোটেনা
ফুলেল আবাদ বন্ধ।


No comments:

Post a Comment